বদনে ওর হাসি নেই
      মলিন আনন খানি ‍,
যমদূত করেছে মরণ আঘাত।
মরণ আঘাতে ওর হল অবসান
যেন বজ্রাঘাতে কাঁপিলো মায়ের প্রাণ।
       এলোথেলো কেশ রাসি
শিথানে পরে খশি,
            মুদিল নয়ান।
হাতে হাত রাখি
       সজল নয়নে চাহি,
মা,য়ে ডাকলো অনেকবার।
  সায় নাহি দিলো আর
শুধু গণ্ড ৰেয়ে,
     অশ্রু গড়াল তার
দুয়েক বার।
   তুলে আচঁল খানি
মুখ পরে দিল টানি,
        ঘুমালো বাছা তার
জাগিলো না আর।
  গরম জলে গোসল করলো
সাদায় ডাকিলো শবের গা,
             তাই দেখি
   কপালে হাত রাখি,
রোদন জোড়িল ওর মা।