অবসর জীবন আমার
   সময় কাটে না আর,
তাইতো কবিতা লিখি বসে।
       ঘরনির তাড়া,
  ওগো তার ছেঁড়া
        ছন্দ লিখ কত আর।
কবিতার ছন্দ, লেখা করা বন্ধ
    কাপড় ছিঁড়েছে আমার
         হয়েছ কি অন্ধ?
করোনার স্বরে কহিলাম তারে
কেন কহ মন্দ,নথটি নেড়ে।
       নরম হাতটি ধরি
       অতি সোহাগ করি,
হাতে তার দিলেন কিছু কড়ি।
   বিপনী থেকে নতুন শাড়ি
    কিনে আন,তাড়াতাড়ি।
ক্রন্দন স্বরে কহিল সে মোরে
    ছেড়া শাড়ি পড়েই আমি
থাকবো তোমার নীড়ে।
     যেমনটি করেছ আজ
আমার হাতটি ধরে,
সারাটি জীবন এমনি করে ও গো
       সোহাগ দিও মোরে