দর্জি পেশা মানি পেশা
    দক্ষ দর্জি হলে,
সুখ হয় তার নিত্য সাথী
  অভাব যায় যে চলে।
রংবে রঙের পোশাক বানায়
     পোশাক দর্জির দান,
এই পোশাকে বৈদেশী মুদ্রা
      আরো বাড়ে মান।
ঝক ঝকে সাজ পরে যখন
      ভদ্র সমাজে যায়,
সবাই তখন সালাম জানায়
   সালামের অভাব নাই।
  জরাজীর্ণ পোশাক পরে
       বসলে কেদারায়,
সর্বজনেই নিন্দা করে
           সম্মান রাখা দায়।
জীর্ণ সাজে অফিস-আদালতে
         পায়না কেহ মান,
পাহারাদারের গলা ধাক্কায়
      হারায় যে সম্মান।