সুলতান বলখী মাহীসাওয়ার
এলেন মহাস্থানে ,
অত্যাচারী পরশু রামের
গর্ব দিতে ভেঙে।
ন্যায় অন্যায়ের প্রতিষ্ঠাতা
দুই দিকে দুই বীর,
যুদ্ধের ময়দান বেছে নিল
করতোয়ার সেই তীর।
মারে যত বারে তত
হয়না মরে শেষ,
জিয়ৎ কুণ্ডের পানি খেলে
প্রান ফিরে পায় বেশ
হাত ওঠালেন বলখী বাবা
এল দৈব বাণী,
গো মাংস ফেলো কূপে
নষ্ট হবে পানি।
জিয়ৎ কূন্ডের গুন ক্ষমতা
নষ্ট যখন হলো,
পরশুরামের সৈন্য দলে
লাগলো এলো মেলো।
অন্যায়ের সেই প্রতিষ্ঠাতা
মরল ন্যায়ের হাতে
ইসলাম প্রচার করলেন বলখী
বিরত্বেরি সাথে।
শিলা দেবীর জিয়ৎ কূণ্ডে
নেই তো এখন জল,
ঐতিয্য তার বহন করছে
দেখবি যদি চল।
লোক শ্রুত হচ্ছে সেথা
লিখলাম আমি তাই,
সত্য মিথ্যা যাচাই করা
আমার সাধ্য নাই।