রাজ পুণ্যাহ আদায়ের
         ধার্য দিন,
ছিল একদিন
         পয়লা বৈশাখ।

ধার্য দিনে খাজনা আদায়
         করতো জমিদার,
খাজনা উসুল করতো সবাই
           কেউ পেত না ছাড়।


ঋণগ্রস্ত ব্যর্থ কৃষক
    ধরত নাইবের পায়,
লাথি মেরে বলতো নায়েব
         খাজনা নিয়ে আয়।


হালের বলদ বিক্রির টাকায়
        খাজনা উসুল  করে,
চোখের জল মুছতে মুছতে
          কৃষক ফিরতো ঘরে।


খাজনা উসুলের ধার্য দিন
        এখন তো আর নাই,
যত্র তত্র বৈশাখী মেলা
    চোখে পড়ে তাই।


মেলায় গিয়ে কিষান মেয়ে
        কিনে শখের হাঁড়ি,
শখের হাঁড়ি কাংখে নিয়ে
       ফিরে সেযেবাড়ি।


পহেলা বৈশাখ কিষাণী রানী
      কিষান সাজে রাজা,
সরষে ইলিশ পান্তা ভাত
         কাঁচা লঙ্কায় মজা।