বর্ষা গেল শারদ এলো
   সাদা নদের পাড়,
জোচনা রাতে কাশের বন
     দেখতে চমৎকার।
রাতদুপুরে শিয়ালের দল
    ঘুরে কাশের বনে
ক্ষণে ক্ষণে হাঁকে হাঁক
     প্রহর গুনে গুনে।
বনে ঘুরে আহার করে
বনো শালিকের দল
দুপুরবেলা চেষ্টা মেটায়
     খেয়ে নদের জল।
নীল আকাশে সাঁঝের পাহাড়
       সাদা মেঘের ভেলা,
মন ছোটে যায়, ভেলায় চড়ি
         ঘুরি সারা বেলা।
শিউলি তলে  ফুলে সাদা
শিশির ভেজা ঘাসের ডগা,
ভোর বিহানে ঘুম ভাঙ্গাতে
বাঁশের আগায় ডাকে কাঁগা।