একাত্তরের ব্বিশ মার্চ
   সেই সে গভীর রাতে,
পাকিস্তানি খুনিরা সব
নামে রাজপথে।
অনেক নারী বিধবা হলো
   মুছলো সিঁথির সিঁদুর,
অনেক শিশু মাতৃহারা
     হয় যে শোকে কাতর।
রাস্তার উপর অনেক লাশ
      কিড়ায় জড় জড়,
শেয়াল শকুনে কাড়াকাড়ি
বেওয়ারিশ লাশের পর।
সম্ভ্রম হারা অনেক নারী
     লজ্জা অভিমানে,
আত্মহত্যা করলো অনেক
ধর্মে পাপ জেনে।
জ্বালাও-পোড়াও অভিযানে
       ভস্ম হলো গাঁ
হায়েনার হাতে প্রাণহানি
     অনেক বাবা-মা।