ধরাধামের নাট্য মঞ্চে
    নিতুই রঙ্গ খেলা,
মানবজাতী বহুরুপী
   ঘুরছে ভব মেলায়।
প্রেম ক্ষ্যাপা হয়ে কেহ
  ঘুরছে নানা দেশ,
কারো কাঁধে ভিক্ষের ঝোলা
সেওতো আছে বেশ।
কেউ হয়েছে রাষ্ট্র নায়ক
   শোষন করছে প্রজা,
কেউবা করছে মাতব্বরী
  লোটছে কত মজা।
পর ধনে লোভী কেহ
  কেওবা পরদ্বেষী,
অহিংসুক,হয়ে কেহ
  ধ্যানে মগ্ন ঋষি।
আবার কেহ আবিস্কারক
আলোর মশাল জ্বেলে,
আলোকিত করছে ভূবন
    নানা ছলে কলে।
কঠিন রোগে ভোগে কেহ
    ক্ষীন করলে বল,
সারা জীবন কারো চোখে
    ঝরছে শুধু জল।
      সুকর্মে অমরত্ব
      জানে সর্বজন,
  কু কর্ম তেজ্য করে
   সু কর্মে দাও মন।
    নভে আর ভবে
     জনম কাহার,
  কর্মগুনে রাখা যায়
   স্মৃতি আপনার।