বাঁধার প্রাচীর ঠেলে
    হও আগোসার,
আধাঁর কেটে তখন
    দেখিবে প্রসার।
এ জীবন গড়ে নেয়া
বড়ই কঠিন কাজ,
যে জন গড়েছে জীবন
   সেই তো মহারাজ।
সুখের ঠিকানা সবার
ঘড়ির কাঁটায় বাঁধা,
হেলায় হারিয়ে সময়
   অসময়ে কাঁদা।
    সময় ধরে রাখা
   সাধ্য আছে কার,
নদীর স্রোতের মত
     দ্রোত দুর্বার।
ধরিত্রীতে তারাই সুখী
    সুখের জীবন,
   সময়ের মূল্যায়ন
করে যেবা জন।