সময়ের গতিতে সময় চলে
  বিশ্ব শক্তির ধারে না কো ধার,
দুরন্ত গতিতে চলেছে অবসর নেই
    পেছন ফিরে তাকাবার।
     সময় অমূল্য রতন
    হারালে পাবে না কখন,
সময়ের কাজ সময়ে করে
সাফল্য কর তোমার জীবন।
আলস্য আর অবহেলায় সময়
        করিলে অপচয়,
অলস্যই দুঃখের কারন
     জানিবে নিশ্চয়।
ফ্রাঙ্কলিন দিয়েছে উপদেশ
        রাখিয় স্বরণ,
আজকের কাজ কাল বলে তুমি
       রেখ না কখন।
ছাত্র জীবনে সময়ের মূল্য
   দিতে জানে না যেই জন,
মূর্খতার বোঝা বহন করিতে হয়
       সারাটি জীবন।
অদৃষ্টের উপর ভরসা করে
সময়ের করিলে অপচয়,
দুর্দসা তার শেষ হবেনা
    জীবন হবে মরুময়।
ধরা মাঝে কত ঞ্জানী  
    দেখেছ শত-শত,
সময়ের মূল্য দিয়েছে তারা
     করেনি মাথা নত।
পশুর মতো খেয়ে পড়ে
      সময় কাটানো
    মানুষের ধর্ম নয়,
মানবতার কিছু সাক্ষর
    রেখে যাওয়াই
    মানুষের কর্তব্য।