সতেরোশো সাতান্ন সালের" তেইশে জুন
নদীয়া জেলার আম্রকাননে,
      স্বাধীন সূর্য অস্তমিত
পলাশী নামক স্থানে।

জাফর আলীর বেইমানিতে
    হারাই স্বাধীনতা,
কলঙ্কিত মীরজাফর
    ইতিহাসের পাতায়।


দুইশ বছর পর যখন
   হলেম মোরা স্বাধীন,
তেইশ বছরের জন্য মোরা
       আবার পরাধীন।

একাত্তরের সাতই মার্চে
      বঙ্গবন্ধুর ঘোষণা,
বীর বাঙালি অস্ত্র ধর
  পরাধীন আর থাকব না।

যুদ্ধ হলো নয়টি মাস
     শহীদ ত্রিশ লাখ,
দু'লক্ষ মা সম্ভ্রম হারা
      বিশ্ব হতবাক।


বীরাঙ্গনা খেতাব পেলো
      সম্ভ্রম হারা মাতা,
অনেক ত্যাগের বিনিময়ে
      পেলাম স্বাধীনতা।