....................................
ধন সম্পদে সুখ মিলেনা
      করা যায় তা ভোগ,
সর্ব সুখে সুখী সেজন
    যার দেহে নেই রোগ।
কঠিন রোগে ভোগছে যেজন
   লাভ কী অঘাত সম্পদে,
সুস্বাস্থ্য আর নিরোগ দেহ
    সবার চাইতে সুখী সে।
দালান কোঠায় শুয়ে ধনী
     রোগে ভোগে কাত্রাচ্ছে,
নিরোগ ভিক্ষুক গামছা পেতে
     বট ছায়ায় ঘুমাচ্ছে।
ধনীর ধনে বিপদ আনে
      কঠিন চিন্তায় ভোগে সে,
চিন্তাবিহীন বয়স নবীণ
     ওর মতো আর সুখী কে।
ধন সম্পদে সুখী যে জন
      সুখ বলিনা ওরে,
মনের সুখে সেখী যে জন
     সুখী বলব তারে।
পতিব্রতা রুপবতী
   আছে যাহার ঘরে,
তাহার মতো কজন সুখী
   আছে এ সংসারে।