মানুষ হল মনে সুন্দর
   মাছ সুন্দর জলে,
বট বৃক্ষে বাঁদুর সুন্দর
   ঝোলতে ডানা মেলে।
তট সুন্দর কাঁশ বনে
  তীক্ষ্ম ধারে তরবারি,
ঋষি সুন্দর গভীর বনে
   যেথা নাচে ময়ূরী।
গ্রাম সুন্দর বৃক্ষ লতায়
   বাগ সুন্দর ফুলে,
বট বৃক্ষের ছায়া সুন্দর
  থাকলে নদীর কূলে।
চাঁদ সুন্দর স্নিগ্ধ আলোয়
   আকাশ সুন্দর নীলে,
  মধুকর ফুলে সুন্দর
   শাপলা সুন্দর বিলে।
নারী সুন্দর সিথায় সিঁদুর
   শিশু মাতৃ ক্রড়ে,
কৃপনের ধন দেখতে সুন্দর
      ধূ-ধূ বালু চরে।
সারা ভূবন গুরে দেখলাম
  দেখতে লাগলো বেশ,
কোথাও নেই ছয় ঋতুর দেশ
       শুধুই বাংলাদেশ।