দেশের যত যুব সমাজ
করিস যদি পণ,
মরন থেকে বেঁচে যাবে দেশের জনগণ।
ধুম্র নেশা প্রাণঘাতি
জানে নাকো যারা,
ধুম্র নেশা ছেড়ে দিতে,
জানিয়ে দে তোরা।
নিকোটিন বিষ পদার্থ
তামাক পাতায় থাকে,
তাই খেয়ে দেশের মানুষ মরছে ধুকে ধুকে।
এক সিগারেটের ধু্ম্র পানে
পাঁচ মিনিটের আয়ূ কমে,
এমনি ভাবে আয়ূ কমলে ক,দিন বাঁচবে আর।
বারো সিগারেটের নিকোটিন একত্রিত করে,
মানব দেহে পুশ করিলে
লোকটা যাবে মরে।
নিকোটিনের আক্রমনে
ফুস-ফুসে হয় ক্যান্সার
আয়ূ থাকতে মরে যায়
দোষ দিয়ে যায় ঐ খোদার।
ধূমপান আর জর্দ্দা পাতা
ছাড়ো তোমরা সবে,
অনেক দিনের আয়ূনিয়ে
বেঁচে থাকবে ভবে।
রোগ বালাই থাকবে না তোর
সুস্থ রবে দেহ,
নিজের পয়সায় বিষ কিনে ভাই
পান করিস না কেহ।
ধূম বিরোধি স্লোগান দাও
জাগাও জনগণ,
বুঝতে পারলে ধুম্রপান করবে না কখন।