নুপুরের ঝংকার
          রিমিঝিমি শুনিরে,
অপরূপা রূপসী
         ওই বুঝি এলো রে।


ঝর ঝর। অহোরাত
       ঘোরাফেরা দুষ্কর,
নিরালায় বসে থাকা
        সব কাজে অবসর।


মনো ভেদী যত স্মৃতি
         দুচোখেতে ভাসেরে,
ঝর ঝর লোনাজল
          বাঁধা মাহি মাহিরে।


চারদিক তমোময়
         জনমানব নাহিরে,
চঞ্চল এই মন
          কাহে যেন চাহেরে।
প্রবাসে তে প্রিয়া যার
          মনে পড়ে তাহারে।
বুকের মাঝে শত রন্ধ্র
         তিলে তিলে দাহেরে।