যে নারীর গুন, শুধুই যৌবন
ভোগের সমগ্রী,
তার জন্যেই বোজার গাধা
ভস্মে ঢাললে ঘি?
চিনলে নাতো মা!
এই ধরায় মায়ের বাড়া
আর তো কেহ নেই।
চিনবে তুমি সেই দিন,
ও মানিক রতন তুমি,
হারাবে যেই দিন।
স্ত্রী,ভগ্নী,কন্যা বল
মা,য়ের তুল্য কে?
যাহার পায়ের তলায়
বেহেস্ত রয়েছে।
কন্ কনে শীতে
তুমি তো আরামে আছ
কম্বলের নীচে।
ভেবেছ কি এক বার
বৃদ্ধা মাতার কথা,
শীতে কাঁপে থর-থর
নেই তার কাঁথা।
জননীর প্রতি নিষ্ঠুর তুমি
দেখেছে তোমার সন্তান,
বার্ধক্যে পাবে না ক্ষমা
তোমার সন্তান তখন
মস্ত বড় মাস্তান।