জ্বর,কাশি,গলাব্যাথা
যদি কারো হয়,
করোনার লক্ষন ইহা
জানিবে নিশ্চয়।
অবস্থান,হবে বাড়ি ঘরে
বাহির হওয়া যাবে না,
সচেতনতা সৃষ্টি হলে
ভয়ের কি ঐ করোনা।
মাছ,মাংস সেদ্ধ করবে
আধা সেদ্ধ খাবে না,
সাবান দিয়ে ধোবে হাত
অপরিস্কার ভাল না।
অসুস্থ পশু পাখির
সংস্পর্শে কেহ যেওনা,
আক্রান্ত কে এড়িয়ে চলো
তাকে স্পর্শ করো না।
গন সমাবেশ হয়না যেনো
দেচে যথা-তথা,
সচেতনতাই উত্তম উপায়
স্বাস্থ্যসংস্থার কথা।