চুপ থাকতে থাকতে
একটা সময় মানুষ হতে জড় হয়ে যাই।
অন্যায় দেখেও প্রতিবাদ না করে
এক সময় নিজেকে ঘরের অলস আসবাব বলে মনে হয়।


এই যে লুণ্ঠন,
এই যে অত্যাচার, অনাচারের বাষ্প নির্গত হয় অন্তর হতে
এই দায় হতে কি আমি মুক্ত হতে পারি?


কখনোই না।
আমার বোবা অভিব্যক্তি
আমার নিশ্চুপ প্রস্থান
সমাজের এই পচনের জন্য দায়ী।


আমি একটাবারও যদি ঘেউ ঘেউ করতাম
তিনদিনে একবারের জন্যেও যদি নড়াচড়া করতাম
তবে হয়ত সিঁদেল চোরের অভয়ারণ্য হতো না আমার দেশ।


এই দায় আমার
এই অস্তিত্ব সংকট আমারই সৃষ্টি
ঘরে ঝুলানো ন্যায়, নিয়ম, নীতির ফটোগ্রাফ
অনেক আগেই ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল।


তাহলে হয়ত- আগাছা গাছকে আহার বানাতে পারত না।