উড়ন্ত চুমুগুলো তোমার বুকের অক্ষরেখায়
টানটান দ্রাঘিমায় বিচ্যুত সটান লালসা;
দিগন্ত বিস্তৃত উন্মুক্ত খোলা পিঠে ভালোবাসার মসনদে
আবেগী মন্বন্তরে বিষাদের নীল জলে ডুবে
শুভ্র গোলাপি ত্রিমোহনীর উড়াল সেতুর উপরে আকাশ
আকাশের নীচে সুশৃঙ্খল ঘন বন বনানীর চিত্রপট
নিম্নদেশে তার বাহারি সাম্পান সুরের দোলায় নাচে।


সর্পিণী প্রবাহের সম্মুখে যে নারী
সে নারী নয়, যেন বিষাক্ত সাপ
সুযোগে ছোবল দেবে যৌবনের অগ্রভাগে।