পৃথিবী জুড়ে মানুষের ধর্ম একটাই, ব্যবসা।


টাকার জন্য ধর্ম বেচে, ধর্ম বেচে খায়;
ধর্মে কেউ পুঁজি বাড়ায়, কেউ কিছু না পায়।
ব্যবসা ধর্ম, অর্থকড়ি চাই, আরো চাই চাই;
টাকা ছাড়া এই জগতে বাঁচার উপায় নাই।
ধর্ম বলে কর্ম করে, মিল নাই তার কিছু;
টাকার পিছে ধর্ম ঘুরে, টাকা ধর্মের পিছু।
ধর্ম শুধু লেবাস মাত্র, ব্যবসা আসল কথা;
ধর্ম জোরে ভাগ্য ভাগ হয় , নয়ত যথাতথা।
উপাসনালয় ভাঙ্গলো যারা ধর্মের পুঁজি নিয়ে;
ধর্ম কি বলে, একবারও কি ভেবেছ হৃদয় দিয়ে?
ধর্মে যারা কর্ম করে, ধর্মের বুঝে না মর্ম;
জীবে সেবা পরম ধর্ম, নয়ত নিছক কর্ম।


সব কিছু পাল্টে গেছে, মানুষের ধর্ম একটাই;
মানুষ মারো, বিশ্বাস ভাঙ্গো যত পারো পুরোটাই।
অর্থ ধর্ম অর্থ কর্ম, ব্যবসায় জীবন গড়ো;
এ জীবনে তুচ্ছ সবি, ব্যবসা ভীষণ বড়।