অনেক সময় অনেক কিছুই বলতে চাই,
কিন্তু বলতে গিয়েও বলতে পারি না,
জানিনা কেন?
কিসের ভয়ে কিংবা নির্দয়ে,
কোন এক অদৃশ্যের চাদরে সব কিছুই ঢাকা পরে যায়,
নিমিষেই সব থমকে যায়।
হয়তো, কোনো অজানা পথেই
হারিয়ে যায় জানা সব বর্ণগুলো
কিন্তু, জানি না কেন এমন হয়?


আমি তো বোবা নই, আমার কলম বর্ণহীন নই
তবে কেন বলতে গেলে পারিনা!
লিখতে গেলে বর্ণ শব্দে রুপ পাইনা?  
শ্রুতিমধুর বাংলা ভাষার আতুর ঘরে
আমি এক শব্দহীন
আমার বচন বাচন সবই পরাধীন।
কিন্তু, এমন কেন?
জানি না কিছুই কারণ?
ভাষার অধিকার প্রতিষ্ঠাকারী
আমি আজ বর্ণহীন, শব্দহীন।
কি, অদ্ভুত লাগছে শুনে?
অদ্ভুতুড়ে কেনরে ভাই
৮ই ফাল্গুন ২১শে ফ্রেব্রুয়ারিই হয়!!


রচনাকাল :-
৭ই ফাল্গুন ১৪২৪বঙ্গাব্দ।
২০শে ফ্রেব্রুয়ারি ২০১৯ইং
তাবুক, সৌদিআরব।।