শতাব্দী বছর ধরে
শ্রমে ঘামে দ্রোহে লড়ছে যারা
তোমার শিরা উপশিরায় সত্যি কি
সেই লড়াকু বাঙালির রক্তধারা?
নাকি মীর জাফর ঘসেটিরাই
এখনো তোমার বংশ পরম্পরা।


ভাইয়ের বোনের বীভৎস মৃত্যুতেও
ভজন রসে ভূরি দুলে  
বিধবা মায়ের ছেড়া আঁচল দেখেও
জিহাদ জাগেনা যার দিলে?
সে কি করে হয় তিতুমীর, শেরে বাংলা
কিংবা ভাসানী বাঙালি মূলে?


নিমতলী চকবাজারের কান্না দেখেও
আমিত্বটাই যে লয় খুঁজে
সে কি করে হয় বাঙালি?
পা যুগলে মানুষ যদিও বলি।


রচনাকাল:-
২রা চৈত্র ১৪২৫বঙ্গাব্দ।
১৬ই মার্চ ২০১৯ইং।
তাবুক, সৌদিআরব।