অনেক দিন হয়ে গেল তোমার সাথে কথা বলছিনা
এই মন, এই দেহ অতিথি সৎকারে ব্যস্ত
ব্যস্ত আত্মার রসবোধ সৎকারে
জমানো কথারা বড্ড ব্যস্ত সময় পার করছে
তা তুমি অবশ্যই অবগত আছো।
তাছাড়া তুমিও নিরব ছিলে, কোকিলের সুরে যেমন ডাকোনি
ডাকোনি বেদনাবিধুর মনেও।


অনেক দিন ডাকোনি তোমার গোপন ভূবনে
কেমনে আসি তাই আপন খেয়ালে,
একার প্রয়োজনে?
তুমি যে ডাকোনি অনেকদিন হয়ে গেল
অতিথি সৎকারে আর সৎকারে
ভুলেই গিয়েছিলাম আমাকে পাওয়ার চাওয়ায় আছে কেউ  
বসন্ত আয়োজনে কে ছিল, কারা ছিল সঙ্গী আমার
আর আজ কে নেই, কারা আপন শ্রেয়ময়?


তাকাও না আবার হরিণ কালো চোখে
চাই না আমি
চাই না আর করুণার দৃষ্টিতে দৃষ্টিগোচর করো
ভাবনার শুভদৃষ্টিতে কল্পবিলাসী হও
না থাকানোর কিংবা কল্পবিলাসী হবার
কারণ তো আছে হাজারো হাজার।
আজ মনে রণে একটিই ভাবনা ঘুরতে থাকে
তোমার আমার মাঝে এখন জমাটবাঁধা ব্যবধান
মনে হয় সাত সমুদ্রের চেয়েও দূরের সমান।


রচনাকাল :-
২৩শে আগস্ট ২০১৬ইং
রৌউদা, রিয়াদ, সৌদিআরব।