এসেছে আবার ভাষার মাস
পাক হানাদারের বুলেটের আঘাতে
রক্তে রঞ্জিত ভাইয়ের স্মৃতি
খালি পায়ে প্রভাতফেরিতে জনস্রোত
শহীদ বেদীতে ফুলের তোড়া একুশের রীতি।


আজ প্রথম প্রহরে রফিক শফিক জব্বারের চরণে
মাতৃভাষার চির উজ্জ্বল সম্মানে
শুরু হবে পুষ্পমাল্য অর্পণ
অবহেলিত বিশ্বের সকল মাতৃভাষার হবে জয়
পর ভাষা বিরোধীর ঠোঁটে নীল ভয়।  

ভোরে ছেলে বুড়ো, যুবক জোয়ান
দস্যি খোকা খুকির মতো
শহীদ মিনারের পাদুদেশে
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি
আমি কি.....গাইতে গাইতে ফুল দিবে কে কতো।
কারো হাতের ফুলগুলো নানান রঙে হাসে
কারোর হাতেরটা চোখের জলে ভিজে
এ জল ঝরে কারো ছেলে, কারো ভাই
কারো আবার স্বামী হারানোর ব্যথানাসে।


গত একুশের দিন আমিও ছিলাম বিমলিন
বাবা বয়সী এক ছেলেহারা বৃদ্ধ লোকের
মুছে ছিলাম দুচোখের নোনা জল
অগোচরে আমার আমিত্ব যেমন করেছিল টলমল
একুশও কি নই?


দেয়ালে দেয়ালে আজ একুশের ছবি
রফিক শফিক জব্বার বরকতের কীর্তি
স্মৃতির কোণে ভাষার রবি, ছেলেহারা মায়ের মনি
"একুশ তুমি প্রেরণার সকল উৎস " এ আমরা মানি।


রচনাকালঃ-
২০.০২.২০১৬ইং
রিয়াদ, সৌদিআরব।