তিমির দিনরাত্রি, চারদিকে গাঢ় অন্ধকার
পঞ্চদিকে শেয়াল শকুন আর কুকুরের হাঁকডাক
পথের মাঝে বীভৎসতার কত শত নিদারুণ ফাঁদ
বোমারু এটমের আঘাতে তছনছ সাজানো বিস্তীর্ণ প্রান্তর
আকাশ বাতাস নিরব নিস্তব্ধ, শুধু মৃত আর বারুদের গন্ধ
হাহাকার আর আত্মচিৎকারে প্রকম্পিত সবুজ ভূমি
চারদিকে শুধু ধ্বংস, ধ্বংসের বিজয় র্যালী।
ভয়ে কাঁদে শিশু-বৃৃদ্ধা নারী,
হে যুবকের দল, কোথায় আছিস বল?
কোন অজান্তাপুরে আছিস রঙ্গমঞ্চ নিয়ে
দেখা তোর সাহসের বাহাদুরী।


ওরা মুসলিম ওরা হিন্দু ওরাই বৌদ্ধ খ্রীষ্টান
মানুষের চেয়ে নাই কোন আর মহীয়ান
তারপরও কেন জাতিতে জাতিতে ভেদাভেদ
হানাহানি আর কানাকানি ঘোর উগ্রবাদ
হে যুবকের দল, কোথায় আছিস বল?
দেখা তোর সাহসের সমীচীন প্রবাদ।
মসজিদ মন্দির গীর্জা প্যাগোডা নই
নয়তো ধর্মের নামে অধর্মের শিক্ষা চর্চার বাতিঘর
তবে কেন এইসব মূর্খ মানব তর্কের ধূম্রজালে বন্দী  
হে যুবকের দল, তোরাই পারিস তিমিরে আলো জ্বালাতে
যত ভুল ভ্রান্তি আছে মূর্খ মানবের সবই ভাঙ্গাতে
জীবনের রাহু প্রয়োজনে ফোটাতে ফুল আসন্ন মরু কাননে।


বাবা বলে সন্তান আমার জজ ব্যারিস্টার হও
মা বলে ছেলে আমার মস্ত বড় ডাক্তার হবে
দাদা দাদীর স্বপ্ন নাতি আমার হবে কোটিপতি
শেষ বয়সে হবে চলার জ্যোতি
এদিকে ছেলে ঝুকে নষ্টনীড়ে
স্বপ্না রত্না তাসলিমার নাভীমূলে ক্ষণিকের সুখ খুজে।
তবে কোথায় মোদের বালক ক্ষুদিরাম, শেরেবাংলা
অগ্নি কন্যা প্রীতিলতা, সমাজ সংস্কারক বেগম রোকেয়া  
কোথায় মোদের মুজিব জিয়ার আদর্শ সৈনিক
স্বপ্ন বিলাস অতীত?
কোথায় তবে আগামীর নেতা
কল্পিত সত্য সুন্দর দেশপ্রেমিক?
হে যুবকের দল!
ঘুনে ধরা বিশ্বের বুকে উড়াও তোমার বিজয় নিশান
তোমার দিকেই চেয়ে আছে  মূর্খ মানবের দলবল।


রচনাকাল :-
২৪শে আগস্ট ২০১৬ইং
রউদা, রিয়াদ, সৌদিআরব।