জীবন মুসাফির
মোহাম্মদ জুনায়েদ উদ্দিন।


জীবন যৌবন ভুলে
পাহাড়সম সম্পদ গড়ে
ঘটি বাটি ভরে সাজানো শহরে
বানিয়েছি বহুল প্রতিক্ষীত ঘাঁটি
ভাবিনি কভু ভাগ্যে শুধু লিখা
সাড়ে তিন হাত কবরের মাটি।


যখন থেকে বেড়েছে হিসাব
বেড়েছে আমার চাওয়া
গুনাহের কিনারাহীন সমুদ্রে
তখন হতে নিমজ্জিত, আমি সাত্রায় ।


রাত্রির ঘোর কেটে গেলে
নামে লজ্জার আঁধার
আর রাত্রি-লজ্জার সেই আঁধারে আঁধারে
কেটে যাই কিছু জীবনের অধ্যায় অসার।


রচনাকাল :-
১১ফাল্গুন ১৪২৫বাং
২৪ফ্রেব্রুয়ারি ২০১৯ইং
তাবুক, সৌদিআরব।।