আমি হেঁটেছি একলা পথে-
দেখেছি কত না কিছু আমারই দুনয়ন ভরে
যেখানে আকাশের শুরু- সাগরের শেষ -
যেখানে পাতালের জয় পরাজয়ের হিসেবে নাই কেউ-
এর সবই আমি খুঁজেছি দেখার জন্য।
ভাবিনি খোঁজার জন্যে।  
আকাশ খুঁজতে গিয়ে আমি দেখেছি-
কত বারিধারা ঝরে পড়ে সম্মুখে-গোপনে, নিরবে-নিভৃতে
ভূবন চিৎকারে চোখের কোণে।
আকাশ সাগর খুঁজতে গিয়ে দেখেছি-
সহসা কত দুঃখের বন্যা বয়ে যায়
কঠিন কঠোর কোমল মনে।
কত না কিছুই দেখেছি আমি-
দেখেছি আমার এই দুনয়নে!
কত না কিছুই সয়ে গেছি-
আরো যায় সয়ে
আমার এই আজব মনে!


আজ জীবনের এই প্রান্তে খুঁজি শুধু শেষের হাওয়া
কবে আসবে সেই সে দমকা হাওয়া আমার খুঁজে?
আমার জীবনের কলকাকলি থামিয়ে দিতে
আনমনে সদা ভাবছি আর ভাবছি-
অপেক্ষায় প্রহরের পর প্রহর গুনি
মৃত্যুর স্বাদ কখন পাবো গিলতে?


এটাই কি জীবন?
যেখানে কেউ হাসে কেউ কাঁদে
কেউবা জ্বলে পুড়ে মরে?
এটাই কি জীবন?
যেখানে নিমেষেই আশার সমাধী হয়?
নিরাশার মাঝেই ভরসার ভরাভয়।
এটাই কি জীবন?
যেথায় স্বপ্ন বৃক্ষ জন্মাতেই ভেঙ্গে যায়
সাদা কালো লালের প্রভেদ চির সায়?


আজ আমি জীবনের পড়ন্ত সায়াহ্নে উপনীত
কি পেলাম আর কি হারালাম
হিসেব কষতেই বেরিয়ে এল আজব কিছু
যা চেয়েছিলাম পাইনি তার কিছুই
পায়নি যেমন, হারায়নিও ঠিক তেমন কিছুই।
তবে কি শুধু শুধুই কাটিয়ে দিলাম জীবনটা?
গোটা কয়েক স্বপ্ন আর আশার মাঝেই বন্দী ছিলাম।
জীবনের এই পড়ন্ত বেলায় এসে খুঁজে পেলাম।


পথের এই প্রান্তে এসে আমি
থমকে দাড়িয়েছি শুধুই একাকী।
সব কিছু ঠিকই আছে চারিপাশে-
আলো অন্ধকার, আকাশ পাতাল
চন্দ্র সূর্য গ্রহ তাঁরা
হাজারও মানুষ- মানুষের পৃথিবী পাহারা
শহর নগর বন্দর  
হাজারও ইট-পাথরের যান্ত্রিক জীবন।
শুধু থমকে আছি আমি- এবং আমি।  
যখন দেখি এত কিছু আর এত মানুষের ভিড়ে-
নিজের আপন একান্ত আপন বলতে-
কেউ নেই আমার আশে পাশে,
তখন নিজেকে বড়ই একা লাগে- আমি একাকী।


এটাই কি জীবন?
যার অনেক কিছুই থাকে কিংবা ছিলতেই সীমাবদ্ধ
কিন্তু পরিশেষে সবই শূন্য, শূন্যতা আর হাহাকার!
এটাই কি জীবন?
মাঝ পথে থমকে দাড়িয়ে-
আবার প্রথম থেকে শুরু করার
জাগে মনে কঠিন অভিপ্রায়!


ধীরে ধীরে পাওয়া না পাওয়ার হিসেব ভুলে
চলে এসেছি জীবনের এই কঠিন বাস্তবতাই
আমি আজ বড়ই ক্লান্ত শ্রান্ত
আর তো পারছি না
অনেক ঘুরেছি অনেক দেখেছি
আমি তো আর পারছি না।
সারাটা জীবন কাটিয়ে দিলাম
প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব কষে
আর যে পারছি না চলতে
তার পিছে মিছে মিছে।
এবার একটু বসতে আমি চাই
হে জীবন, তা কি দিবে তুমি আমায়?
একটু অপেক্ষা করবে আমার জন্যে?
নাকি চলিবেই ...!


রচনাকাল:-
৫ই ফেব্রুয়ারি ২০১৭ইং
আরজান, তাবুক, সৌদিআরব।।