এমন কেন হয়
যখনই স্বপ্নেরা ভিড় জমায়
নিঝুম নিরালায় দুচোখের পাতায়
আচমকা নিল ব্যথায় ঘুম ভেঙে যায়।


গত রাতে হঠাৎ করে স্বপ্নেরা এল আমার তরে
হাতের মুঠোয় নতুন বইয়ের ভীর জমিয়ে
যাচ্ছি যেন স্কুলেতে সবুজ গায়ের মেঠো পথ ধরে।
নতুন জামা নতুন বেশ করছিল চক্ চক্
হঠাৎ সব থমকে গেল কর্ণপাতে শব্দের বিকট।
চমকে উঠে জাপটে ধরি মায়ের গলাখানি
সারা জনমের অমূল্য ধন, এতটুকু শান্তির ঘাটি।
ঘুমিয়ে ছিলাম স্বপ্ন কাজল চোখ এলিয়ে
কারা যেন এলো নীল রঙে কালোর বেশে
কেড়ে নিতে আনন্দ উল্লাস স্বস্তি অবশেষে।


ওরা কারা?
কিংবা কে সেই পিচাশ?
যে কেড়ে নিল আমার সুন্দর শৈশব
মানাহীন বাঁধাহীন স্বপ্নের জীবন।
এতটুকু আমাকে নিয়ে গেল প্রথমে কৈশোরে
পরে যুবক তারপর করুণ বৃদ্ধে
এখন আবার কোথায়?
স্বপ্নভঙ্গের ব্যথা নিয়ে জাগি
স্বপ্ন বিভোরে ঘুমায়
তবুও মোরা স্বপ্নবিলাসে বাঁচি দুনিয়ায়।


রচনাকালঃ-
০৩মার্চ ২০১৬ইং
রিয়াদ, সৌদিআরব।