আজ স্বপ্ন কোথায়, সুখ কোথায়?
আর কোথায়-ই বা আমি?
একা এক নিভৃত ভূবনচারী,
সুখের প্রভাত হারিয়ে খুঁজি
কাটেনা দুঃখ যাতনার দিন রজনী
পারিনা নব আশাতে গড়িতে বসতি
মনে বড় কষ্ট অনেক অতি!  
পাবো কী সুখের দিনরাত্রি
ক্ষণিকের জন্যে হলেও ভুলব অশান্ত ভ্রান্তি
ঘুঁচবে আরাম খুঁজা দেহের ক্লান্তি।
নাকি কাল বৈশাখী ঝড়ে, দক্ষিণা মলয়ে,
কিংবা বান বিষাদের জলে
সে আশাটুকুও যাবে অসময়ে আপন পথে চলে
রুক্ষ মরু সাহারায় আমাকে পেলে!  
ভাবনাহীন, কর্মহীন নিঃসঙ্গ নিশ্চুপ কান্নারত কাটছে দিন
বেঁচে থেকেও যেন মৃত্যুর কোলে আছি সলিল!
কি করি? এখন আমি কি করি?
চোখের জলে ভেজা বুক হৃদয়েতে ব্যথা বেদনা উৎসুক
কে দেখাবে নতুন জীবনের দিক?
কে-ই বা আঁকবে পাথেয় চলার ছক?
স্বপ্ন কুঁড়ি জাগার আগেই যে খেয়ে পেলে
মনের ডাঙ্গায় বসা শূন্যতা হাহাকার নামের বক।
দুঃখ শোকের অনলে জ্বলছে আমার সব
বিকলাঙ্গের মতো দেহ মন করছে টকবক!
আমার জীবনের প্রতি বাঁকে বাঁকে  
স্বপ্ন সুন্দর সুখ শান্তিহীনতা, মুগ্ধতায় করুণ উচ্ছলতা
দুঃসহ দুঃখ যাতনায় অসহনীয় দীর্ঘসূত্রিতা
দিনের পর দিন ছন্নছাড়াতেই মাড়িয়ে যায়!
সেই শুরু থেকে জীবন নামের ভেলা
আজো বেয়েই চলেছি সারাবেলা
কূল কিনারাহীন কচুরিপানার মতো
ব্যর্থতা সাগরের অথৈ নিঃস্ব জলে    
তবুও পেলাম না খুঁজে এতটুকু তৃপ্তির ঠিকানা
গায়ের সকল হিয়া অযথাই তবে গেলাম বিলিয়ে!
কোন সে ভুলের ভুলে?


রচনাকাল :-
৫ই জুন ২০১৫ইং
রিয়াদ, সৌদিআরব।