মেঘনা নদী
মোহাম্মদ আল-আমিন


মেঘনার বুকে দাঁড়িয়ে আমি
হয়েছি আমি মুগ্ধ
পাহাড় পর্বত ভেঙে আমি
করেছি আমি যুদ্ধ।


ঢেউ ঢেউ সুর তুলে
কানে বাজে শব্দ
মাঝিরা সব পাল তুলে
নাকে আসে গন্ধ।


জোয়ার গেলো ভাঁটা এলো
সবই যেনো শূন্য
মেঘনার বুকে চর জেগেছে
সবই এখন ধন্য।