জন্মেছি আমি পথে-প্রান্তরে
দেখেছি আমি ভয়ানক বিশ্ব।


দুর্লভ পৃথিবীতে আমি বড় দুর্বল
নেই কোনো যত্ন, সেবা, আর মমতা
নেই কোনো ক্লান্ত, পরিশ্রম আর হতাশা।


রাস্তায় শুয়েছি রাস্তায় খেয়েছি
নেই কোনো পরিচয় মোর
মানুষ মোরে ডেকে বেড়ায় পথ শিশু দূর।


কুকুর, পক্ষি আর গ্রীষ্ম, বর্ষা, শীত নাই মোর
দূষিত বায়ু আর পঁচা খবার সবই জুটেছে মোর।


জন্মেছি আমি পথে-প্রান্তরে  
দুঃখ- দুর্দশা মোর।


সমাজে আমি বেঁচে থাকতে চাই
ঠাঁই দিবে কে মোরে?