আমি যদি নারী হতাম চুমিতাম স্বামীর পা
ভক্তি শ্রদ্ধায় নয়ন ভরিতাম ধরিয়া তাহার পা।
ভালবাসা দিতাম তারে হৃদয় উজার করে
মৃত্যুকে আমি বরণ করিতাম স্বামীর হাতটি ধরে।
তাহার ব্যথায় ব্যথিত হতাম খুশিতে আত্মহারা        
সংসারে হতাম কাজের রাণী পুরুষ জাতির মাতা।
মা ফাতেমার মত হতাম সত্বী-সাধবী এক নারী
স্বামীকে সদা রাখতাম খুশি নয়নের জল ঢালি।
স্বামীর খুশিতে জান্নাত জানি বলেছেন দয়াল নবী
তার নারাজে জাহান্নামের দ্বার ভূমিতে আসিবে নামি।
তার দৃষ্টিতে বিলিয়ে দিতাম সোনার অঙ্গখানী
সত্বী নারী হয়ে থাকতাম আমি শুনিতাম স্বামীর বাণী।
তার সম্পদের রক্ষীদার হতাম বলিতাম মনের কথা
স্বামীগো! ক্ষমা কর মোরে দিয়েছি অনেক ব্যথা।
হাদিসের মাঝে দিয়েছেন রাসূল নারী জাতির সম্মান
সত্বী নারী হলো উপভোগর উত্তম বস্তু
রাখিও তাদের মান।
জেনে রাখ পুরুষ জাতি নারীকে ভালবাসি দাসীর বাঁধন ছিন্ন কর নারী যে অনেক দামি।
স্বামী যে মোর নয়নের বালা মায়াবী তার হাসি
ইচ্ছে করে সব ছাড়িয়া স্বামীকেই ভালবাসি।