প্রতিটি মুনাজাতে থাকবো যার
     চাই যে আমি তারে
        জাহান্নাম নয় জান্নাতের পথ
       দেখাবে আমায় ছোট্র কুটীর ঘরে।
ভালবাসার পরশ দিয়ে
   ভুলাবে আধার রাত
      ফজরেরি আযান শুনে
             ভাঙ্গবে আমার রাত।
নামাজ শেষে দোয়া মাগিবে
      নাজাত পাওয়ার তরে
          উভয় জাহানে পাই যেন তারে
                 আমার মনের ঘরে।
দুঃখ যখন বাধবে বাসা
     আমার মনের ঘরে
          জ্যোৎস্না হয়ে আলো ছড়াবে
                  হৃদয় গহিন বনে।
প্রভুর পথ থেকে বিচ্যুত হলে
      দৃঢ় প্রত্যয়ে সাহস যোগাবে
                 দেখাতে আলোর পথ।
নবীর সুন্নাত আঁকড়ে ধরতে
      রাখবে জীবন বাজি
           দুনিয়া তার তুচ্ছ হবে
         উভয়ে জান্নাত পাওয়ার লাগি।