স্বপ্নে মোদের বাংলাদেশ
বক্ষে মোদের ভাষা
জীবনটাকে বিলিয়ে দিলাম
এইতো মোদের আশা।
হাজারো শহীদ ঘরে ঘরে
রক্ত দিল ভাষার তরে
জীবন দিল,রক্ত দিল
ভাষাটাকে ছিনিয়ে নিল।
উড়ছে বালি পড়ছে লাশ
হায়নাররা নিচ্ছে সাঁঝ
অত্যাচারের ধাবানলে কাপছে বাংলাদেশ
মায়ের ইজ্জত,শিশু হত্যা,ঘটার নেইকো শেষ।
বাংলার জমিন হচ্ছে লাল
মুক্তি বাহিনী বুনছে জাল
মারবো এবার হায়নারদের বললেন মুজিব শতবার
ভাতে মারবো,পানিতে মারবো,মারবো অনাহারে
জালিয়ে মারবো, পুড়িয়ে মারবো,পালাবে তারা ডরে।
অস্ত্র ধর যুদ্ধ কর,ঘরে ঘরে দূর্গ গড়
দেশটা মোদের স্বাধীন কর।
দেশটা মোদের স্বাধীন হলো
হায়নারদের পিসিয়ে দিল।
দীর্ঘ ৯মাস যুদ্ধ করেছি হায়!
দেশ ও ভাষার তরে শত রক্ত প্রাণ যে চলে যায়।
অবশেষে হলো স্বাধীন মোদের বাংলাদেশ
পূর্ব গগনে উঠিল রবি আন্দের নাই শেষ।
এইতো!দেখ দেখ মোদের স্বদেশ
সেতো মোদের জম্ম ভূমি সোনার বাংলাদেশ।