একটি শিশু কথা বলতে পারে না,
চাইতে পারে না, নিবারন করতে জানে না, পেটের ক্ষুধা
অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মা জননীর  দিকে
কান্না দ্বারা বুঝিয়েদেয় মাগো! পেয়েছে অনেক ক্ষিধে ।
কান্না তার ভাষা, কান্না তার আশা,
কান্না তার অধিকার আদায়ের ধ্বনি
অধিকার ক্ষুন্ন করবে মা?অধিকার আদায় করতে জানি।
আকাশ বাতাস জড়ো করিব কান্না দিয়ে মা
      আয়! আয় না মা! দুধ দিয়ে যা।  
তোর বুকের দুধ দিয়ে মা করবি আমায় ঋণী
জগৎ স্বামীর কাছে দোয়া মাগিবো জান্নাত আসিবে নামি।
তোর দুধের দাম দিবে কোন জনা নাইবা আমার জানা।    
তোর বুকের দুধ দিতে মা করিস না কভু মানা।
তোর বুকের দুধ খেয়ে মা জন্মেছে অনেক জ্ঞানী
হাজারোা ওলী কান্দিয়া মরে তোমারি কদমচুমী
       আয়! আয় না মা! দুধ দিয়ে যা।
আমার ম্লান মুখটি দেখিয়া মন কি কাদে না
        আয়! আয় না মা! দুধ দিয়ে যা।
হাজারো মিনুতির পর আসলো শিশুর মা
পেটের জ্বালা নিবারণ করাইলো দুধ দিয়ে তার মা।
খুশিতে আত্মহারা মিটলো পেটর জ্বালা
হাত পা নেড়ে আকাশ প্রাণেে চেয়ে
বলে দিচ্ছে অধিকার আদায় করেছি মা।