এদেশ মানে স্বাধীনতায় মাগো দিল যারা প্রান
এদেশ মানে ছেলেহারা মায়ের নিরব অশ্রুদান,
এদেশ মানে বাংলা ভাষা খুঁজে পাওয়ার মানে
এদেশ মানে ভাষা শহীদের ত্যাগের আত্নদানে।


এদেশ মানে মুক্তিসেনা বীর-সাহসীর দল
এদেশ মানে অস্র কাধেঁ বুকে নিয়ে সম্বল,
এদেশ মানে সোনালী উষায় নবো সূর্যদয়
এদেশ মানে বঙ্গবন্ধু জ্বলাময়ী ভাষণের পরিচয়।


এদেশ মানে স্মৃতির পাতায় ৭১এর দিনগুলী
এদেশ মানে কবি শামসুরের স্বাধীনতা কবিতাবলি,
এদেশ মানে জেগে উঠা প্রান বিদ্রোহী নজরুল
এদেশ মানে রক্তেরঞ্জিত এিশ লক্ষ ফুল।


এদেশ মানে রবীঠাকুরের কালজয়ী গীতাঞ্জলী
এদেশ মানে শিশিরে ভেজা সদ্য ফোটা কলি,
এদেশ মানে মুনীর চৌধুরীর কবর নাটকের সঞ্চার
এদেশ মানে রংতুলি হাতে জয়নুলের অভিসার।


এদেশ মানে জেগে উঠা নারী বেগম রোকেয়ার উন্মেষ
এদেশ মানে সাহিত্যধারায় শরৎচন্দ্রের অবিলেশ,
এদেশ মানে স্বাধীন পতাকা সবুজের বুকে লাল
এদেশ মানে জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ।


এদেশ মানে জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি
এদেশ মানে নারীবাদী কবি বেগম সুফিয়ার কাব্যবলী,
এদেশ মানে সাম্যবাদী কবি মাইকেল মধুসুদন দত্ত
এদেশ মানে যুগেযুগে জেগে উঠা সাহিত্যির গতিচিত্র।


লেখা- নাঈম ইসলাম হাবিব।
তাং :- ৩/১২/২০১৮, আপডেট-২৩/৮/২০১৯
🌸🌸🌸🌸🌸🌸🌸
updated- 8/23/2019