ভালোবাসা আছে বলেই বেঁচে থাকার এত আয়োজন,
মানুষে মানুষে সম্প্রীতি আজ খুব বেশি প্রয়োজন।
স্বস্তির হাসি লেগে থাকুক মানুষের অবয়বে,
সমবেদনা  থাকুক মিশে প্রতিটি অনুভবে।


পৃথিবী থেকে অশান্তি, উত্তেজনা হোক দূর,
জীবনকে ভালোবেসে বেঁজে উঠুক মানবতার সুর।
ধর্মের নামে চাই না আর সহিংসতা,
মানুষে মানুষে চাই মানবতার একাত্মতা।


দূর হোক কুসংস্কার,মনের দৈন্যতা,প্রকৃতির যত জরাজীর্ণ,
সাম্য,সহিঞ্চুতা আর ভালোবাসায় এ ধরা হোক পরিপূর্ণ ।
বেঁচে থাকুক ভালোবাসা,বেঁচে থাকুক মানবতা,
দূর হোক ধরা থেকে আছে যত পাপ পঙ্কিলতা।