কোন এক দিনের ঝড়ে
          তোমার অহঙ্গনের তরে
               প্রেম আসে;__
        একটু একটু মন ভালবাসে।
        যেদিন দেখেছি তোমারে,__
   কালো কেশে ভরা ঘন তাহার চুলে,
   হারিয়েছে তাহা অন্ধকারকে ভুলে।
    চোখে যেন তাহার এত সরলতা,
         মন শুধু বলে তুমি বনলতা।
    শরীরের রং কভূ নাহি তার মন্দ
    আবার হারিলো ক্ষণে সৃষ্টি চন্দ্র।
      ঠোট যেন তাহার এত স্তব্ধতা,
       ভালবাসা আছে;__তবে,
      প্রণয়ীর মুখে নাহি কোন কথা।
  রুপে রুপে রুপবতী, করে ঝংকার
অঙ্গ তাহার গুনবতী, নাহি অলংকার।
  সুন্দরে সুন্দরে ঘেরা ওগো রমনী,
    আপনি এমন সৃষ্টি এই ধরনী।
      কন্ঠে ছিল আমার যত গান,
       আপন হৃদয়মাঝে তুই রে জান।
   তুমি হলে এই দেহের একমাত্র প্রাণ।
ভুবনমাঝে সৃষ্টিরাঝে তোমার বাজনা,
তারকারাশি অবুঝবাশি চন্দ্রের জোৎসনা,
হেরেছে তারা রুপের সৃষ্টি সাজনা।
        এখনও প্রেম আসে;__
       একটু একটু মন ভালবাসে
        যখন দেখিগো তোমারে ।।