যদি কখনো হতে পারতাম
সমুদ্র তীরের কুয়াশা,
যার এক পাড়ে দেখিতাম তোমায়
অন্য পাড় থাকিতো ঝাপসা।।


যদি আমি কখনো হতাম
আঁকা-বাঁকা নদীর শান্ত পথ,
তুমি হতে সে পথের ভাসমান রথ।।


কোন এক দিগন্তের পাড়ে
স্বজনের মায়া ছেড়ে
করিতাম দুজনে ভীর, __
থাকিবে তাহার মাঝে আলোক-বাতাস
থাকিবে দো-জাহানের সবি
শুধু থাকিবে না তাহা,ফিরে আসার তীর,__


চলো এই বসন্তের রাতে
গা ছড়ানো দিনের বহুপ্রাতে
ঘুরে আসি, __
ঘুরে আসি নীল আকাশের পাড়ে
যেখানে অন্ধকার ঘরে,
ঝিলিক বাতিরা খেলা করে।
বলি কথা তাদের অনুসাথে,
যে কথা হয়েছিলো স্বপ্নের ঘোরে
কোন এক সকালের ভোরে।।