হয়তো তুমি জ্যান্ত শহরের ব্যস্ততায়
হাঁটতে হাঁটতে
মাছির ভঁন ভঁন বিরক্তি নিয়ে
চাঁদের কলঙ্কের দাঁত গুলো
বের করে খিল খিলিয়ে হাসবে।
এদিকে সাগর ঢেউ লুকোতে না পেরে
চিঠি দেবে মেঘকে ঝড়ে পড়তে
হিমালয়ের পাদদেশে।
তারপর এক সময়
ভূমিকম্পে দুলে উঠে
আচমকা ঝড়  দুমড়ে মুচড়ে দিবে চারদিক
ভূমি ধ্বসে তাল দিয়ে
সুনামির তাণ্ডব ।
আমি এক নীরব দর্শক।