দেখ, পার্কের প্রাচীরের দেয়ালে পিঠ ঠেলে দেওয়া যুবতীর চোখটা;
কত স্বপ্ন আঁকা -
যেন ডানা মেলে উড়ে যাবে মেঘের সাথে,
পাড়ি দেবে কোন রাজপুরীর দেশ,
কত ঝড় ঝঞ্ঝার দেয়াল ভেঙে;
রাঙা আলতায় মোড়া পা, লাল চেলি, অস্ত রবি কপালে,
কাজল আঁকা চোখ- রাজকুমার সাম্মুখে;
লাল ঠোঁটে নরম হাসির ঝিলিক , লজ্জায় অবনত;
পরিযায়ী পাখিদের সাথে সাগর পাড়ি,
হাজার স্বপ্ন চোখে,
জীবনের স্বাদ চেখে দেখার।
কিন্তু দেখ যুবকটির ঠোঁট ,-
বাঁকা বিদ্রুপ;
তোমার ঠোঁটেও...!