তুমি বুঝবে না
কেন বসন্তে কোকিল ডাকে ?
বুঝবে না
কেন হেমন্তে পাতা ঝরে যায়?
শুনতে চাও?
কেন শীতে বুক কনকন্ করে?
জানতে চাও?
কেন শরৎ আমায় ডাকে না?
কেন বর্ষা আমার হয় না?
তুমি বুঝবে না।
বুঝবে না
কেন শুধু চৈত্রের খরা?
তুমি বুঝবে না।