ছুটে জোরে পরীক্ষা ঘরে দূরে,
ধুক-পুক করে বুকটা নড়ে হ্যাঁ রে!
বসে ঘরে পেনটা ধরে নেড়ে,
সটান জোরে মাথা ঘোরে যে রে!
শ্বাসটা পড়ে ভয়টা ধরে ও রে,
ঘাম যে ঝরে বেঞ্চে পরে গরে,
মাথার পরে পাখা নড়ে না রে!
ঘণ্টা পরে দারুন জোরে সুরে!
ঢোকেন ঘরে হাতে করে ওরে-
খাতা যে রে প্রশ্ন টারে ধরে!
ফুঁ টু মেরে চেয়ার ঝেড়ে টেরে,
বসেন কি রে আরাম করে ধীরে!
গলা ঝেড়ে হাতটা নেড়ে চেরে,
বলেন যেরে সবাই বস রে সরে।
প্রশ্ন ধরে সাহস করে ধীরে,
স্নায়ু নেড়ে পাঠ করে আরে-
প্রশ্ন কিরে! হাতুর মেরে হীরে!
ভাঙে জোরে খটাং করে দাঁতরে!
পেনটা কামড়ে বুদ্ধি ঝরে না রে,
সময় সরে সরাৎ করে জোরে;
মনে পরে কেমন করে ঘুরে,
আড্ডা মেরে নেশার ঘোরে ফিরে,
জীবন টারে অন্ধকারে ঘিরে,
গেছি সরে আঁধার ঘরে যে রে;
অশ্রু ঝরে কেমন করে ওরে,
ফিরব ঘরে আলোর তরে সরে?