লাল স্পর্শ মেখেছিলাম সেদিন
গোলাপটার-
সুবাস সারাক্ষণ নাখে লেগেছিল, মধুর।
অবিশ্রান্ত চোখের পলক অনন্ত লোকে
চেয়েছিল অসীম আবেগে।ছন্দময়ী জ্যোৎস্না খেলেছিল
বুকের খাঁচায়, রূপের।
শিশিরের মুক্ত কনার পুঞ্জিভবন ঘটেছিল বুকে ছুঁয়ে ছুঁয়ে।
মেঘের পালে ভাসমান রাঙা স্বপ্নরা দিয়েছিল উঁকি।
নদীর কুলে গান উঠেছিল ঢেউ ভেঙে ।
মেঘের ফাঁকে খেলেছিল বাঁকা হাঁসি। আর
ছুয়ে গিয়েছিল বুক স্নিগ্ধ বাতাস।
বুকে বন্দি আজও গোলাপের হৃদয়,
হাড় কঙ্কালের জীর্ণতায়।