কোন এক বসন্তের সন্ধ্যায়
আগুন লেগেছিল-
বুকে জমা তুষের স্তূপে;
জ্বলছে দুপুর থেকে দুপুর বেয়ে,
ধোঁয়া উঠছে কুণ্ডলি পাকিয়ে,
আরো উঠুক-
ছেয়ে যাক চারিদিক;
হয়তো কোন একদিন উড়তে উড়তে
ওরা আর্জি জানাবে তোমার চোখকে
ধার দিতে একফোঁটা বৃষ্টির,
ঝড়ে পড়তে তুষানলে,
যদি একটু নির্বাপিত হয়
অনন্তের আগুন
ছাই হওয়ার আগে!