আজব দেশের আজব রাজার গল্প যদি শোন,
একলা মনে শুনবে তবে চুপটি মেরে যেন!
ছিল সেথা মহৎ রাজা আর ছিল এক মন্ত্রী,
খুশি সবাই সভা-সংসদ রাজা প্রজা সন্ত্রী।
খোশ্ মেজাজে উদাস চেয়ে বলেন রাজা 'শোন'!
'বল আমি রাজ্য ছেড়ে বিদেশ যাব কেন?'
সবাই সবার দিকে চেয়ে অবাক হয়ে ভাবে,
সত্যিই রাজা দেশের সেবক দেশ কি ছেড়ে যাবে?
'হা হা হা হা' উচ্চ রবে বলেন রাজা 'ওরে!'
ভাবছ নাকি গেলে আমি যাবই বুঝি মরে?
'আরে না না আমার হাতে দেখ্না  তলোয়ার,
আমার গলা ছিন্ন করে হিম্মত আছে কার!
সটান টানে অস্ত্র খানা উচ্চে তুলে ধরে,
শত্রু যতই দিবই আমি প্রাণটা সবার মেরে!
মন্ত্রী বলেন 'ভালই বটে বিদেশ তবে যান'
'বসব আমি রাজা হয়ে রাজার সিংহাসন!'
ঁখেপে রাজা বলেন জোরে আঙুল চেঁড়ে 'খবরদার'!
'এক ঘুসিতে ভেঙে দেব বুকের যত পাঁজর হাড়!
আঁতকে উঠে সরে পিছে মন্ত্রী বলেন জোরে-
'যুদ্ধ আমি করবই তবে যাবই যখন মরে!'
সেপাহি সব তৈরী হও যুদ্ধ সাজে সেজে!
হটো সবাই যুদ্ধ হবে রাজা মন্ত্রীর মাঝে!'
ঠং ঠং আ ঠং ঢাল তলোয়ার দারুন জোরে বাজে!
হেসেই মরেন রাজার রানী কাণ্ড  দেখে লাজে!


# উৎসর্গ: অভিজিত কে #