ধোঁয়াশা, অস্পষ্ট জ্যোতি, শিশিরের শব্দ
পেঁচার পাখার ঝাপটা, মশা,
আর কয়েকটা হিংস্র চোখ, গোপন সংকেত-


একটি শিশু বারান্দায়, মা-ও আছে,
আচমকা তীক্ষ্ণ দাঁত, রক্তের
দু-এক ফোঁটা বারান্দায় ঘাসে ঘাসে
স্রোতে গাঢ় অন্ধকারে যুগান্তরে চিরতরে, নতুন প্রভাতে


# প্রকাশিত: কবিতা পাক্ষিক শারদীয়সংখ্যা ২০১৪