ওই যে তুমি খোদাই করেছিলে
মনে আছে?
পার্কের দেয়ালে পাথর ঘষে
আমাদের নাম
সিমেন্ট, রঙের প্রলেপ এখন ।
বূপ কথার গল্পের বেঞ্চ
ঢাকা রঙিন ছাতায় আজ, প্রতিরোধ সূর্যের;
শিমুল চারার হাত বুলিয়েছিলে কচি ডগায়,
দেখলাম পুঞ্জিত তুলো মাথা তুলে।
চকোলেটের প্যাকেট ছুঁড়ে ফেলেছিলে
সে কাঁটা জঙ্গলে সৌখিন ঘাসের মেলা ।
রঙ লেগেছে নতুন
গাছে গাছে ফুলে, পাতায়।
নতুনের মেলা ঝিলে, টয় বোটের
কোমল ঠোঁটের কথামালা, রঙিন মাছ।
ফিঙে, টুনটুনি, বুলবুলি আনাগোনা কত পাখির
রুমালের মত দোদুল্য লেজ দেখিয়ে বলেছিলে 'দোয়েল'
হয়ত গেছে অন্য কোথাও, নতুন ডালে।
মানিক জোড়  বলতে তুমি যাদের
আসেনি বুঝি আজ?
বয়টা, দিদিমনি বলত তোমায়
ছেরে দিয়েছে বোধ হয় কাজ!
খুঁজলাম নিচে ঝাউ গাছ, বাঁশের মাচার
তোমার ছিঁড়ে ফেলা পার্ক সিনেমার টিকিট।
আনাচে কানাচে পার্কের কোনে কোনে
নেই, কোথাও নেই তোমার স্মৃতি
সার্চ লাইট পরেনি কেবল আমার উপর।