০১
এখন আমি
তারার দিকে চেয়ে,
তুই আসবি।


০২
ঢল নামছে
চাষীর দল মাঠে
ধানের স্তূপ।


০৩
আমি তো শ্রোতা
পাশে নারীর দল
নীরব যাত্রা।


০৪
ট্রেন থামল,
কৃষ্ণনগরে ভীর,
পকেট গেল।


০৫
চলন্ত ট্রেন,
কথা মালা হুল্লোর,
জমাট ভীড়।


০৬
ধানের মূড়ো
চষা ক্ষেতে জেগে,
উঠোনে ধান।


০৭
ঠান্ডা পড়ছে,
শীত চাদরে ঢাকা
এই কোলকাতা


০৮
শিশির ঘাসে
আলোর ঝিকিমিকি,
মিস্টি সকাল।


09
কুয়াশাচ্ছন্ন,
তীব্র যাত্রী বিভ্রাট
ট্রেন বতিল।