বালকেরা খেলছে মাঠে হৈ উল্লাসে,
তুমি কেন একলা মনে ঘরে বসে?
গাছে গাছে পক্ষীরা সব  গাইছে গান,  
নীরব চেয়ে তোমার কেন উদাস প্রাণ?
ভ্রমর ছোটে মধু লুটে ফুলে ফুলে,
বাঁধতে ভুলে বসে কেন খোলা চুলে?
ডালের ফাঁকে খোলা ছাদে আলোর খেলা,
কেন তোমার স্নিগ্ধ চোখের পাতা মেলা?
পাতা ঝড়ে বাতাস লাগে গাছের ডালে,
কেন তুমি মুঠো হাতটি গালে তুলে?
রাখাল বালক গাইছে গান বাঁশির সুরে,
নখ দিয়ে নখ খুঁটছ কেন আঙুল নেড়ে?
হংস হংসী পাখা মেলে স্বপ্ন দেখে,
স্থির নয়নে আবেশ মেখে ভাবছ কাকে?
নীল আকাশে মেঘের ভেলা করছে খেলা,
হৃদয় কেন কাঁপছে দুলে এই অবেলা?
জেলে মাঝি নদীর তিরে খেয়া নিয়ে,
অশ্রু কেন জমছে চোখে বেদন দিয়ে?
চাষীরা সব ফিরছে ঘরে এক এক করে,
সত্যি তুমি ডুবে গেছ প্রেম পুকুরে!